ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 1763 বার
বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা /২০১৭ এর (ক) বিভাগে (৭ম শ্রেণি পর্যন্ত) অংশ নিয়ে অর্পিতা দেবনাথ রবীন্দ্র সঙ্গীতে প্রথম হয়েছে। একই সাথে ওই বিভাগের আওতায় নজরুল সঙ্গীত ও দেশাত্ববোধক সঙ্গীতে দ্বিতীয় স্থান লাভ করে সে।
পৌর শহরের আদালত পাড়ার বাসিন্দা, স্থানীয় সংস্কৃতকর্মী,স্বাপ্তাহিক ‘নবীনগরের কথা’ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপুর তনয়া সে। মেয়ের সাফল্যের খবরে সকলের নিকট অাশীর্বাদ কামনা করেন অপু।
তিনি জানান,গতকাল ১৮ জানুয়ারি উপজেলা পর্যায় থেকে ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে রবীন্দ্র সঙ্গীতে প্রথম এবং নজরুল সঙ্গীত ও দেশাত্ববোধক সঙ্গীতে দ্বিতীয় স্থান লাভ করে অর্পিতা।
উল্লেখ্য,এই প্রতিযোগিতায় কোন প্রতিযোগি ৩টির বেশি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে না উল্যেখ রয়েছে। অর্পিতার ওই তিন বিষয়ে অংশ নিয়ে সবকটিতে আশানুরূপ সাফল্য পাওয়ায় শহরের সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক সংগঠন সহ সুশীল মহলের অনেকেই তাকে শুভকামনা জানিয়েছে। ।
অর্পিতা এবার পৌর এলাকার মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ছে।