ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 186 বার
অভাগা যেদিকে যায়, নদীর পানি শুকায়ে যায়…. এমনি একটা প্রবাদে দুর্ভাগাদের জীবনচিত্র ফুটিয়ে তুলতে প্রবাদের ব্যবহার চোখে পড়ে। অসহায় জালাল মিয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের মধ্য দক্ষিণ পাড়ার মাহাদুস মিয়ার ছেলে সে। অর্থকষ্ট টানাপোড়েনের সংসার। ঘর না থাকায় সরকারি বাজেটের একটা ঘর পেয়ে সংসারের খুটিনাটি জিনিসপত্র যোগাতে থাকে সে। অবশেষে আগুনে পুড়ে তার সবকিছু ছাই হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (২১ আগষ্ট) দিবাগত রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগলে ধীরে ধীরে পুরু ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার আগুনের রেশ মাত্রাতিরিক্ত বাড়িয়ে দেয়। মহুর্তেই সমস্ত ঘর ও আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় জালাল মিয়ার সব স্বপ্ন পুড়ে গেছে বলে হাহুতাশ করেন তিনি।
স্থানীয়রা জালালের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চেয়ারম্যান,মেম্বার সহ সরকারি ভাবে দৃষ্টি আকর্ষন করেন।