আশরাফুল হক আশরাফ | শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1023 বার
জিনদপুর ইউনিয়ন প্রিমিয়ার লীগ-২০১৬ এর এর ফাইনাল খেলা জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে শুক্রবার (২৩/৯) অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলা উদ্ভোধন করেন বীরমুক্তিযোদ্ধা আবদুর রউফ চেয়ারম্যান।
খেলায় দুরন্ত বয়েজ ক্লাব বনাম রয়েল সর্কাস টিম অংশ নেয়। ৯০ মিনিটের এ খেলায় কোন দল গোল করতে না পারার কারনে ট্রাইবেকার এ খেলার নিষ্পত্তি ঘটে। দুরন্ত বয়েজ বিজয়ী লাভ করে এবং রয়েল সর্কাস রানার্স আপ হয়।
খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম ভূঁইয়া (সাবেক চেয়ারম্যান ) ইউনুছ মিয়া ( সাবেক চেয়ারম্যান), ও জাতীয় পাটি জিনোদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছবির আহাম্মদ,জিনদপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ডাঃআবু জাহের, বিশিষ্ট ব্যবসায়ী, হাসান উদ্দিন, মেহদী টেকনিক্যাল ইনষ্টিটিউটের পরিচালক রৌশন আলী মাষ্টার।
খেলা শেষে বিজয়ী এবং রানার্স আপ দলকে এলইডি টিভি প্রদান করেন, আবদুর রউফ চেয়ারম্যান।