আশরাফুল হক আশরাফ | শনিবার, ২০ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 1649 বার
জিনদপুর ইউনিয়ন ফুটবল প্রিমীয়ার লীগ এর উদ্ভোধনি খেলার উদ্ভোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ রউফ। শুক্রবার (১৯/৮) জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজে মাঠে আয়োজিত এ খেলায় এফ. সি ভাস্কর এবং কে.এফ. সি স্পোর্টিং ক্লাব অংশ নেয়। উক্ত খেলায় এফ. সি ভাস্কর বিজয়ী হয়।