ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৬ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 1045 বার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৯ লাখ ৮০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।
রোববার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়া খালী এলাকার থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবু জার আল জাহিদ জানান, রোববার সকালে সাবরাং ইউনিয়নের হারিয়া খালী এলাকা দিয়ে ইয়াবা চালান পাচার হচ্ছে এমন গোপন সংবাদের খবর পেয়ে অধিনায়কের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তিনটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ ব্যাগ থেকে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায় যেগুলোর বাজারমূল্য ২৯ কোটি ৪০ লাখ টাকা।
তিনি আরও জানান, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনে ধ্বংস করা হবে দাবি তার।