ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 3356 বার
নবীনগরের ডাক বাংলো প্রাঙ্গনে ময়লা ফেলার ঝুড়িতে (মোবাইল ডাস্টবিন) ডজনখানেক ফেন্সিডিলের খালি বোতল আসলো কোথা থেকে! এ প্রশ্ন জেলা পরিষদ মার্কেটের এক মোবাইল ব্যবসায়ীর।
কে বা কাহারা নিষিদ্ধ পানীয় (ফেন্সিডিল) সেবন করে ঝুড়িতে খালি বোতলগুলো রেখে গেছেন। এ প্রশ্ন এখন অনেকের মনে দেখা দিয়েছে।
আলোর নিচে অন্ধকার থাকাটায় স্বাভাবিক। তাই বলে পৌর শহরের প্রানকেন্দ্রে এ দৃশ্য সত্যিই বড় বেমানান।
ছবিটি মঙ্গলবার (২৮/২) দুপুরে তোলা হয়েছে।