ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 281 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এস.এস.সি. ব্যাচ ২০১৮,২০১৯,২০২০ ও ২০২১ বর্ষের শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ‘ড্রিমস অব নবীনগর’ এর সকল সদস্যদের উদ্যোগে গরীব ও দুস্থদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার বিকাল চারটায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠন কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুল।
প্রধান অতিথি বক্তব্যে ড্রিমস অব নবীনগরের উদ্যমী তরুণদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মাদক থেকে দূরে থেকে সমাজকল্যানমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, নবীনগর পৌরসভা মেয়র এডভোকেট শিব শংকর দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকা কাউছার বেগম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদ প্রমুখ ব্যক্তি বর্গ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড্রিমস অব নবীনগরের উপদেষ্টা মেহেদী হাসান জুরাল ও পরিচালক হামিদুর রহমান তায়েফ।