ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৯ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 3193 বার
নবীনগর থানায় তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সারোয়ার হোসাইনকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার দায়ীত্বরত এস,আই নজরুল ইসলাম উক্ত আসামিকে র্যাব ৩ এর সহযোগিতা নিয়ে আটক করেন।আটককৃত মোহাম্মদ সারোয়ার হোসাইন ওই এলাকার মৌলবী বাড়ির মৃত গোলাম হাসনাইনের ছেলে।
থানা সুত্র জানায়, একই গ্রামের সুলতান আহম্মেদের ছেলে সাজ্জাদ ইমাম বাদী হয়ে তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় উল্ল্যেখ করা হয়, আবুল উলাইয়া সাত রওজা খানকা শরিফের পির সাহেবের মৃত্যুর পর উনার একমাত্র ছেলে গদ্দিনশিন হিসেবে ওই এলাকার খানকা শরিফ পরিচালনা করে আসছেন। বিবাদী সারোয়ার ওই এলাকায় অবস্থিত খানকা শরিফের জায়গা দখল ও নানান জনের পরামর্শে ফেসবুকে খানকা শরিফ নিয়ে অপপ্রচার চালায়, এবং হুজুরকে ভন্ড আখ্যায়ীত করে আজেবাজে পোস্ট নিয়ে মুরিদানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন বলে এতে উল্ল্যেখ করা হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, আসামীকে আটক করে কোর্টে প্রেরন করা হয়েছে।