বিকাশ সুত্রধর | শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 104 বার
নবীনগর পৌর সভার তৃতীয় নগর অবকাঠামো উন্নতি করন (সেক্টর) প্রকল্প (UGIIP-III) এর আওতায় শহর সমন্নয় কমিটি (TLCC) কমিটির সভা গত ২৮ ডিসেম্বর পৌরসভার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে৷
উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র, এড. শিব শংকর দাস।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর দাউদ আলম শ্যামল, যদুনাথ ঋষি, সংরক্ষিত আসনের (মহিলা) কাউন্সিলর নীলুফার ইয়াসমিন সহ (TLCC) কমিটির সকল সদস্য বৃন্দ।
এছাড়াও তৃতীয় নগর অবকাঠামো উন্নতি করন (সেক্টর) প্রকল্প (UGIIP-III) এর আওতায় পৃথকভাবে প্রকল্প বিষয়ক সভা কাউন্সিলরগণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।