ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৯ আগস্ট ২০১৯ | পড়া হয়েছে 546 বার
নবীনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় সর্মথন পেলে নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে চাই বলে ঘোষনা দিয়েছেন স্থানীয় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কারা নির্যাতিত ছাত্র নেতা মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন,অবহেলিত নবীনগর পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়তে চাই। এ জন্য আমি সকলের সহযোগীতা চাই। সোমবার বিকেলে নবীনগর পৌর এলাকার ১নং ওয়ার্ড আলমনগর দক্ষিন পাড়ায় অনুষ্ঠিত এক নাগরিক সভায় এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ক্রাউন্সিলর মো. আবু হানিফ,আওয়ামীলীগ নেত্রী স্বপ্না ঘোষ,কমিনিস্ট নেতা আব্দুল মালেক,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.হাবিবুর রহমান,মো. কাউছার আলম শিবু,নারী নেত্রী নিলুফা ইয়াসমিন নিলু, যুবলীগ নেতা মোস্তফা কামাল, সেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক,ছাত্রলীগ নেতা মোজ্জামেল হক লিমন,মো.খলিলুর রহমান প্রমুখ।