| শনিবার, ১৯ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 549 বার
নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী উচ্চ বিদ্যালয় ও ধনাশী গ্রামবাসীর উদ্যোগে গণ-সংবর্ধনাও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ (১৯/১০) ধনাশী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে নবীনগরের সাংসদ এবাদুল করিম বুলবুল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ধনাশী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইকবাল হোসেন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বক্তব্য দেন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে ওই অঞ্চলের দুই কৃতি সন্তানকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিতরা হল কেন্দ্রীয় আওয়ামিলীগ নেতা আরিফুল ইসলাম ভুইয়া (টিপু) ও মাছুম আহমেদ ভুইয়া পুলিশ সুপার, ঢাকা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার নব-নির্বাচিত মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির চৌধুরী,শিবপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সভাপতি অলিউর রহমান ভুইয়া, শিবপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর জামাল,পি টি আই অবসরপ্রাপ্ত সুপার ফরিদা ইয়াছমিন ভুইয়া,ধনাশী উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা সগির আহমেদ ভুইয়া প্রমুখ।