ডেস্ক রিপোর্ট | শনিবার, ০২ জানুয়ারি ২০২১ | পড়া হয়েছে 162 বার
“স্বপ্ন সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ” এর উদ্যোগে নবীনগরের আঞ্চলিক ভাষা নিয়ে রচনা প্রতিযোগীতার আয়োজন করা হচ্ছে।
আঞ্চলিক ভাষায় যে কেউ এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন। পরবর্তীতে লেখার মান যাচাই বাছাই করে সেরা লেখিয়েদের পুরস্কৃত করা হবে।
ব্যতিক্রমী এ আয়োজন নিয়ে জানতে চাইলে ‘স্বপ্ন সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ ‘ এর সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, বাংলা ভাষার সবচেয়ে বড় সম্পদ এর আঞ্চলিক ভাষার সৌন্দর্য। অসাধারণ সব শব্দের বিন্যাস নিয়ে বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলো আমাদের ভাষার সমৃদ্ধি ঘটিয়েছে। একই শব্দ কত রকমভাবে ব্যবহৃত হয় এবং তা কতটা মধুর শোনায়, তা কেবল প্রতিটি অঞ্চলে গেলেই দেখা ও শোনা যায়।
যার যার অঞ্চলের ভাষায় রয়েছে নানা ধরনের ভিন্নতা।
কোনো কারণে আঞ্চলিক ভাষার এ প্রাচুর্য যদি হারিয়ে যায়, তবে তা হবে আমাদের জন্য বড় ধরনের সাংস্কৃতিক ও ভাষিক বিপর্যয়। এই ভাষা সংরক্ষণ করতে প্রতিটি এলাকায় আলাদা ভাষা সংরক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন সাংস্কৃতিক কর্মী, সংগঠক জাকির হোসেন।
একই সাথে তিনি আঞ্চলিক ভাষায় বলেন, ‘আপনেরা হাতা কলম বা মোবাইলো টিপ্পা লেইক্কালান, লেহা শেষ কইরা পাডাইয়া দেন। নিচে ঠিহানা দিয়া রাখছি। #
নিয়মকানুন নিচে দেয়া আছে।
★উক্ত প্রতিযোগীতায় যে কোন বয়সের প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগীতার বিষয় (আঞ্চলিক ভাষায়)
★ক) কবিতা খ) প্রবন্ধ গ) ছোট গল্প ঘ) কৌতুক ঙ) গ্রাম্য প্রবাদবাক্য।
★ নির্বাচিত ১০০ জনের লেখা দিয়ে সাহিত্যপত্র প্রকাশ করা হবে।
★ সেরা ১০ লেখককে পুরস্কৃত করা হবে।
★ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের জন্য স্বপ্ন এর পক্ষ থেকে সম্মাননা পদক সহ রয়েছে আকর্ষনীয় পুরস্কার।
লেখা পাঠানোর শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২১ পর্যন্ত।
প্রেরন এর ঠিকানা।
aponzakir@gmail.com
★পরাণ কম্পিউটার ইন্সিটিউট
সরকারি কলেজ গেইট, নবীনগর।
মোবাইলঃ +8801818491483
★ জিহাদ টেলিকম
জেলা পরিষদ মার্কেট
দোকান নং ৬০
নবীনগর বাজার।
মোবাইলঃ01996477009
★স্বপ্ন সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ,কার্য্যলয়।
উপজেলা পরিষদ দ্বিতীয় তলা (পুরাতন ভবন)।
মোবাইলঃ 01717-708583
সার্বিক সহযোগীতায় নবীনগর আঞ্চলিক কথা ফেসবুক গ্রুপ।