খান জাহান আলী | বুধবার, ১৯ জুলাই ২০১৭ | পড়া হয়েছে 3204 বার
নবীনগর পৌর এলাকার অালীয়াবাদ মধ্যপাড়ার প্রবাসী কবির হোসেনের দুই বছরের একমাত্র পুত্র শাফিন অাজ সকালে বাড়ির পাশে পুকুরে ডুবে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
জানাযায়, অাজ ১৯ জুলাই সকালে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে শাফিন পানিতে পরে যায়। সেসময়ে ঘাটলায় কোন লোকজন না থাকায় ঘটনাটি কারো নজরে পরেনি।
শাফীনের মা ছেলেকে ঘরে দেখতে না পেয়ে অাশ পাশের বাড়িঘড়ে খুঁজা খুজি শুরু করেন।
কোথাও শাফীনের সন্ধান না পেয়ে শেষে গ্রামের লোকজন পুকুরে নেমে খুঁজতে শুরু করে।
বহু সময় পুকুরে তল্লাশি চালিয়ে পানির তলদেশ থেকে শাফিনকে উদ্ধার করে নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
উল্যেখ্য, তিন বোন ও এক ভাইয়ের মাঝে শাফিন ছিল সবার ছোট। তার মুত্যুর খবর পেয়ে শতশত জনতার ভীড় জমে নিহতের বাড়িতে।