ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1088 বার
নবীনগর উপজেলার একসময় সারাজাগানো ঐতিহ্যবাহি নাট্যসংগঠন মুক্তনাট্য সংস্থাকে উজ্জীবিত করা এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের রাহুগ্রাস থেকে যুব সমাজকে মুক্ত রাখার লক্ষে বুধবার (১৪/৯)সন্ধ্যায় নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান। এ সময় উপস্থিত সদস্যরা ঝিমিয়েপড়া এ সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান কমিটি ভেংগে একটি আহবায়ক কমিটি গঠনের প্রস্তাব করেন। সভায় বিশদ আলোচনায় ৯ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন আহবায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ন আহবায়ক সাংবাদিক মাহাবুব আলম লিটন, সদস্য সচিব বিজয় কুমার বিজন, যুগ্ন সদস্য সচিব মো. কাউছার আলম ভূইয়া অপু, কোষাধক্ষ মো. মো. আব্বাস উদ্দিন হেলাল, পরিচালক শংকর দেব রায়, সহঃ পরিচালক জিয়া উদ্দিন মুকুল, সদস্য নিয়াজুল হক কাজল, হাবিবুর রহমান হেলাল। মুক্তনাট্য সংস্থার প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যবদী যারা জড়িত রয়েছেন সবাই সাধারণ পরিষয়ের সদস্য হিসাবে অন্তভূক্ত হয়েছেন ।