| বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 431 বার
মোঃ সফর মিয়া। । ১৯৭১ সালের ১০ অক্টোবর নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামে নির্বিচারে গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। সেদিন ওই গ্রামের ৪৩ জনকে হত্যা করা হয়। এর মধ্যে ২৩ জনকে খারঘর গ্রামেই গণকবর দেওয়া হয়। এরপর থেকে প্রতি বছর ১০ অক্টোবর খারঘর গণহত্যা দিবস পালিত হয়ে আসছে।
যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আলী আজগর মোল্লার সভাপতিত্বে মোঃ মহিউদ্দিন আহমদ জীবন ও খলিলুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মোঃ মেহেদী হাসান,নবীনগর থানার ওসি রনোজিত রায়, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,নজরুল ইসলাম নজু,নাছির উদ্দিন নাছির,ফুরকান মৃধাসহ ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় জনসাধারন।
উল্যেখ্য, গত বছর গণকবরটি সংরক্ষণ করে খারঘর গ্রামে নির্মিত হয়েছে ‘খারঘর গণকবর স্মৃতিসৌধ-৭১’।