ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 1655 বার
নবীনগরে-বাঞ্ছারামপুর এলাকার জীবনগঞ্জ বাজারে আগুনে পুড়ে মোল্লা স্টোর নামে এক কনফেকশনারী দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (১০/৪) রাত আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ঘন্টাখানেকের প্রাণান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়।
সুত্র জানায়, দুই উপজেলার শেষ সীমানায় অবস্থিত জীবনগঞ্জ বাজারের কাজী মার্কেটের মোল্লা স্টোরে রাত দশটার দিকে আগুন লাগলে বাজারের ব্যবসায়ীগণ ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে দোকানের মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়।
দোকানের মালিক রমজান মোল্লা জানালেন, এতে তার দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটতে পারে।