ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৮ আগস্ট ২০১৭ | পড়া হয়েছে 1682 বার
নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের চরগোসাইপুর গ্রামের পাগলা নদী থেকে শুক্রবার (১৮ আগষ্ট) দুপুরে মো. ফাইজুল (২২) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ফাইজুল ওই উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের আবদুল রসুলের ছেলে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে চরগোসাইপুর গ্রামের পাগলা নদীতে ফাইজুলের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যাচ্ছে না।
তবে মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।