ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 770 বার
ব্রাহ্ম ণবাড়িয়া জেলার নবীনগরের কয়েকটি গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ‘স্বপ্নালোড়ন’ টিম ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে।
সামাজিক এ সংগঠনটির ব্যবস্থাপনায় আগামী ২১ ফেব্রুয়ারি প্রায় ৪০ জন চিকিৎসক গ্রামবাসীদের সেবা দিবেন।
ইতোমধ্যে ওই সংগঠনটি বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াও সেচ্ছাসেবী সদস্য সংগ্রহ সহ সোশাল মিডিয়ায় নিয়মিত প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
‘স্বপ্নালোড়ন’ সংশ্লিষ্ট সুত্র জানায়, তাদের টিমের সদস্যরা আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে ওইদিন বেলা এগারোটা থেকে শুরু করে বিকাল চারটা পর্যন্ত সেবাদান কার্যক্রম চালিয়ে যাবে।
সুত্রটি আরো জানায়, জিনদপুর, লাউরফতেহপুর, শ্রীরামপুর ইউনিয়ন এলাকার বাসিন্দারা এ চিকিৎসা সেবা পাবেন।
এছাড়াও সাতমোড়া ও রসুল্লাবাদ ইউনিয়নের কয়েকটি স্থানেও তাদের ক্যাম্প খোলা হবে।
এ বিষয়ে সংগঠনটির সমন্বয়ক আকরামুজ্জামান শুভ জানান, প্রতিবছরের ন্যায় এবারো আমরা দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি।
তিনিবলেন, দরিদ্র মানুষেরা চিকিৎসার অভাবে মারা যায়। শীতে কষ্ট পায়। টাকার অভাবে চিকিৎসা না পেয়ে অনেকে দীর্ঘদিন ধরে ভুগতে থাকে। আমরা সেইসব মানুষের পাশে দাঁড়াচ্ছি।
উক্ত কর্মসূচিতে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত, দুস্থ-শ্রমিকদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।
‘স্বপ্নালোড়ন বাংলাদেশ ‘ নামে এ সামাজিক সংগঠনটি মুলত ঢাকা থেকে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তাদের কার্যক্রম সারা দেশে পরিচালিত করেন।
এবারের ইভেন্টে তারা নবীনগরকে বেছে নিয়েছেন।
তাদের অন্যান্য কার্যক্রম নিম্নরূপ –
বিস্তারিত জানতে ক্লিক করুন …
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |