মোঃ সেলিম রেজা | বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 947 বার
“ভিক্ষাবৃত্তি নয় আত্ন সম্মান নিয়ে বাচুন” এশ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নে ভিক্ষুকদের পূনর্বার্সনের লক্ষে অসহায় ভিক্ষুকদের মাঝে মঙ্গলবার বিকালে বড়িকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিক্ষুকদের মাঝে গরু ও ভ্যানগাড়ী সহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম সামাজিক অবক্ষয়,বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং, সন্ত্রাস,ও জঙ্গীবাদ,বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ হারুতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়া,বড়িকান্দি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো.রহিছ মিয়া,মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বড়িকান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বজলুল হক সাগর,গণিশাহ মাজার কমিটির সাধারণ সম্পাদক ফায়েজুল ইসলাম ফয়েজ,অত্র ইউপির সকল সদস্য,সংরক্ষিত মহিলা সদস্য সহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক, গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্টান সঞ্চালনা করেন ইউপি,সচিব আজাদুল ইসলাম ভূইয়া।