ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৬ মে ২০১৭ | পড়া হয়েছে 2663 বার
পৌর এলাকার ভোলাচং ঋষি পাড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল সোমবার দুলাল পুজা অনুষ্ঠিত হয়। আনুমানিক দুইশত বছরের ঐতিহ্যবাহী এ পূজা উপলক্ষে ওই এলাকাসহ আশেপাশের এলাকার হাজারো মানুষের ঢল নামে অনুষ্ঠানস্থলে। বিশেষ করে এ আয়োজন উপলক্ষে ঋষি সম্প্রদায়ের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শ্বশান এলাকার খোলা চত্তরে বিকালে শুরু হয় এ পুজা। পুজায় নাছিরনগর উপজেলা থেকে দুই সন্যাসির আগমন ঘটে। তারা মন্ত্র পাঠ করিয়ে একদল যুবককে নিয়ে চালায় গা শিহরানো নানান খেলা। এর মধ্যে জীবিত মানুষকে মাটি চাপা দিয়ে ২০ মিনিট রাখা হয়। জলন্ত কয়লার উপর দিয়ে হাটা, দাড়ালো দায়ের উপর দাঁড়ানো, শিশুর বুকের উপর শশা রেখে দাড়ালো দায়ের এক কোপে শশা কাটা, দুই ব্যক্তির পিটে কাটা বিধিয়ে চড়কির মত ঘুড়ানো সহ বুক ধড়ফড় করা এমন বহু আয়োজন।
এসময় নাসিরনগর উপজেলার সুনীল সন্যাসী ও দোলাবাড়ি গ্রামের হরেন্দ্র চন্দ্র সন্যাসির তান্ত্রিক মন্ত্র ও ঢাকের বাজনায় সরগরম হয়ে উঠে গোটা এলাকা।
স্থানীয়রা এই পুজাকে দুলাল পূজা বলেই উল্যেখ করেন, অনেকে আবার আগুইন্না পূজা কেও কেও সাং পূজা বলে অভিহিত করেন।