সেলিম রেজা | রবিবার, ২২ জুলাই ২০১৮ | পড়া হয়েছে 748 বার
নবীনগর থানার সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামসুল আলমের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় শনিবার(২১/০৭)দুপুরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর বাজার নৌকা ঘাট থেকে এক ব্যাক্তি কে গাঁজা সহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যাক্তি প্বার্শবর্তী কসবা উপজেলার গোপীনাথপুর(বংশী পাড়ার)শাহজাহান আলীর ছেলে মো.শাহ আলম(২৫)।
সলিমগঞ্জ নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই সামসুল আলম জানান,মানিকনগর বাজার নৌকাঘাট থেকে শাহ আলম কে ৬ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
নবীনগর থানা সূত্র জানায়,উপরোক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলায় আগামিকাল সকালে কোর্টে পাঠানো হবে।