মো.সেলিম রেজা- | বুধবার, ১৭ এপ্রিল ২০১৯ | পড়া হয়েছে 679 বার
নবীনগর উপজেলার রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার(১৩/০৪)দুপুরে মেধা ভিত্তিক পুরুষ্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.আকবর আলী খাঁন।
রতনপুর আব্দুল্লাহ্ উচ্চ বিদ্যালয় ও রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি,সৈয়দ জাহিদ হোসেন শাকিল,এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রতনপুর আব্দুল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক তানজিনা আক্তার আলেয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মোঃ আইয়ূব,রতনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খাঁন,দপ্তর সম্পাদক রিমন আহমেদ অভি এবং পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ। পরে অতিথিরা পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।