ডেস্ক রিপোর্ট | রবিবার, ১৮ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 1663 বার
নবীনগর উপজেলার সোহাতা – রছুল্লাবাদ সড়কের সোহাতা কানাবাড়ী মোড় হইতে গত বছরের ২২ নভেম্বর
অজ্ঞাত নামা এক যুবকের কংকাল উদ্ধার করে নবীনগর থানা পুলিশ। কৃষি জমি থেকে উদ্ধারের সময় লাশটি পচন ধরায় সেসময় লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
অবশেষে খুনের চার মাস পর ওই লাশের পরিচয় শনাক্ত সহ খুনের সাথে জড়িত থাকার অভিযোগে মেহেদি হাসান (২২) এক ব্যক্তিকে গতকাল শনিবার (১৭/৩) গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট হইতে অজ্ঞাত নামা লাশের জীবৎ দশায় ব্যবহৃত কালো রংয়ের মোটরসাইকেলও উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী একই উপজেলার শ্রীরামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
থানা সুত্র জানায়, নবীনগর থানার ওসির দিক নির্দেশনায় সংশ্লিষ্ঠ থানার এসআই/অসীম চন্দ্র ধর নিভিড় প্রচেষ্টার মাধ্যমে উক্ত কংকালের লাশের রহস্য উৎঘাটন করতে সক্ষম হন। সুত্র আরো জানায়,
আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার বিষয়ে স্বীকার করে অজ্ঞাত কংকাল লাশের ভিকটিমের নাম মাহিত হাসান, সে ঢাকার মধ্য বাড্ডা এলাকার কবির মিয়ার ছেলে।
মাহিতের সাথে তার বন্ধুত্বপুর্ন সম্পর্ক থাকায় নিজের গ্রামের বাড়িতে বেড়ানোর কথা বলে সে মাহিতকে ওই এলাকায় নিয়ে আসে মেহেদি। পুলিশ ধারনা করছে মোটর সাইকেলের লোভে সে মাহিতকে হত্যা করে।
থানা সুত্র আরো জানায়, মেহেদি হাসান ঘটনার বিষয়ে বিজ্ঞ আদালতে নিজেকে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেন।