ডেস্ক রিপোর্ট | শনিবার, ০৫ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 4253 বার
নবীনগরের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল (এম,পি) শনিবার(০৫/১১)আকস্মিক মানিকনগর-নাছিরাবাদ নদী ভাঙ্গন এলাকায় মেঘনা বাধঁ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন।
এসময় নবীনগর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এম,এ হালিম,পানি উন্নয়ন বোর্ড এসও (ব্রাহ্মণবাড়িয়া)আব্দুস সোবাহানও সংসদ সদস্যের একান্ত ব্যাক্তিগত সহকারী এবিএস জাবেদ উপস্থিত ছিলেন।
আনুমানিক দুপুর বারটায় আকস্মিক স্পীডবোট যোগে মানিকনগর-নাছিরাবাদ এলাকায় সাংসদ পৌছে মেঘনা বাধঁ রক্ষা প্রকল্পের কাজ পর্যবেক্ষন করেন। এ সময় সংশ্লিষ্ঠদের সাথে নির্মাণ কাজ বিষয়ে কথা বলেন তিনি।
নবীনগরে উন্নয়নের রুপকার খ্যাত উপজেলা বাসীর প্রিয়মুখ এম,পি ফয়জুর রহমান বাদল অত্র এলাকার দীর্ঘদিনের সপ্ন পূরনে বাধঁ প্রকল্প বাস্তবায়ন ও কাজের ভাল মন্দ যাচাইয়ে আকস্বিক স্ব-শরীরে চলে আসায় মানিকনগর গ্রামের মানুষজনের কাছে এ যেন অন্য রকম পাওয়া।
উল্যেখ্য গত বছর প্রধান মন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় ফয়জুর রহমান বাদল এমপির প্রচেষ্টায় ৩৬ কোটি ৪৯ লাখ টাকা ব্যায়ে এ প্রকল্পের কাজের অনুমোদন দেয়া হয়।