ডেস্ক রিপোর্ট | শনিবার, ২২ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 7004 বার
বাংলাদেশ আওয়ামীলীগ এর ২০ তম জাতীয় সম্মেলন ২০১৬ সফল করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য, ফয়জুর রহমান (বাদল) এমপি’এর পক্ষ্যে দুপুর ১১টায় বিশাল শুভেচ্ছা মিছিল বের হয়। ওই মিছিলে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মিছিলটি রাজধানীর মহসিন হল এলাকা থেকে বের হয়ে বাংলাদেশ আওয়ামীলীগ এর ২০ তম জাতীয় সম্মেলন সভাস্থলে যায়।
শনিবার (২২ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিবার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় সারিবদ্ধ হয়ে শৃঙ্খলার সঙ্গে সম্মেলনে প্রবেশ করেন আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীরা। তবে কাউকে ব্যাগ বা অন্য কোন ভারী বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি। ওই সময় প্রবেশ গেটগুলোতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহন করা ছিল।
এমপির পক্ষ্যে মিছিলটি যখন সভাস্থলে পৌছায় নবীনগরের সাংসদ ফয়জুর রহমান বাদল তখন মূল স্টেজে প্রধানমন্ত্রীর সাথে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন সাংসদের একান্ত সহকারি এবিএস জাবেদ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |