আমিনুল ইসলাম | রবিবার, ১৭ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 1005 বার
নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার (১৭/৭) সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সতেরশ (১৭০০) এর অধিক ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের পক্ষে উপবৃত্তির টাকা গ্রহণ করেন অভিভাবকগন। এ সময় উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক কৃষ্ণনগর শাখার ব্যাবস্থাপক মাহাবুর রহমান,বড়াইল ইউনিয়নের নবাগত চেয়ারম্যান জাকির হোসেন,বড়াইল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মলাই মাস্টার,বড়াইল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল হাসেম মাস্টার,খারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,বড়াইল পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম,বড়াইল উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ ইয়াসমিন আখতার এবং পশ্চিম প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ কামরুন্নাহার বেগম,এডঃ মহিউদ্দীন আহমেদ জীবন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শান্ত পরিবেশে কোন ধরনের অনিয়ম কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠভাবে টাকা বিতরন কার্যক্রম নবীনগর উপজেলাতে এই প্রথম সম্পন্ন হল।