| বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | পড়া হয়েছে 346 বার
নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের নারায়নপুর নামক স্থানে অটোরিস্কার চাপায় প্রাণ গেল তামীম (৭) নামে এক স্কুল ছাত্রের। আজ বুধবার সকালে পৌর এলাকার নারায়নপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
তামিম নারায়নপুর উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও নারায়নপুর মধ্যপাড়ার শাহিন মিয়ার ছেলে।
জানা গেছে,আজ সকালে তামীম বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অটোরিস্কা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এলাকাবাসি গাড়ীর চালক জয়নাল মিয়াকে আটক করেছে। এই ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে।