ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 2000 বার
নবীনগরে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬/১) সকালে নারায়নগঞ্জ জেলার বন্দর থানার দেউলী চৌরাপাড়া ভক্তেরকান্দি এলাকা থেকে ওই আসামিকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতাকৃত রানা মিয়া (২৪) নবীনগর উপজেলার ইসলামপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা খলিল মিয়া ও মাতা রানুয়ারা বেগম উক্ত মামলার এজাহারনামীয় আসামি।
মামলার এজাহারে উল্যেখ করা হয়, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর জনৈকা ছাত্রীকে প্রায়ই স্কুলে আসা যাওয়ার পথে আটক কৃত আসামি প্রেমের প্রস্তাব সহ অশ্লীল ভাষা প্রয়োগের মাধ্যমে উত্যক্ত করত। এ বিষয়টি নিয়ে ভুক্তভোগী ছাত্রীর পিতা রানার মায়ের কাছে অভিযোগ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ছেলেকে লেলিয়ে দেয় ওই মেয়ের পিছনে।
এতে আরো উল্যেখ করা হয়, রানা ও তার দুইজন সহযোগীর সহযোগিতা নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে সিএনজি যোগে পালিয়ে যায়। শেষে ওই ছাত্রীকে নারায়নগঞ্জের ভক্তেরকান্দি এলাকায় আটকে রেখে রানার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগও করা হয় মামলার এজাহারে।
এ ঘটনায় নবীনগর থানায় মামলা হলে বন্দর থানা পুলিশের সহযোগিতা নিয়ে নবীনগর থানা পুলিশ আজ সকালে তাকে আটক করে।