ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০১৭ | পড়া হয়েছে 3109 বার
উপজেলার বিদ্যাকুট ইউনিয়নস্থ বিদ্যাকুট গ্রামের গ্রাম পুলিশ মোঃ মিজান মিয়ার নাবালিকা মেয়ে মোসাঃ পপি আক্তার(১১)১লা জানুয়ারি নিখোজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজা-খোঁজি করার এক পর্যায়ে জানতে পারেন পপি দুষ্কৃতিকারীদের দ্বারা অপহরনের স্বীকার হয়েছে। মিজান মিয়া তার মেয়েকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান না পেয়ে গত মঙ্গলবার (০৩/০১) রাতে মেয়ে অপহরনের বিষয়টি থানায় লিখিত ভাবে জানান।
নবীনগর থানায় দায়ীত্বরত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম তাৎক্ষণিক উক্ত থানায় একটি অপহরন মামলা রুজু করে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে এ মামলার তদন্তভার শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই/ মোঃ রেজাউল করিম এর উপর অর্পন করেন। এস আই/ রেজাউল করিম মামলার তদন্তভার গ্রহন করে ভিকটিমকে উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের উদ্যেশে বিভিন্ন স্থানে দফায় দফায় অভিযান চালায়। এক পর্যায়ে কুড়িঘর বাজার এলাকায় অভিযান চালিয়ে অপহরনের সাথে জড়িত আসামী মোঃ মানিক শেখ(২২)ও ভিকটিমকে উদ্দার করে পুলিশ।
আটককৃত আসামী মানিক মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালিশারী গ্রামের আব্দুল আহাদ মিয়ার ছেলে ।