ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1906 বার
নবীনগরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহিত্যঙ্গনের সাথে জড়িত নতুন মুখগুলোর কাব্যিক ভাবনা গুলো ছাপা অক্ষরে সাজিয়ে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে ‘অবিরাম প্রকাশনী’। এ মনোবাসনা নিয়েই এর সংশ্লীষ্ঠরা চলতি সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে এর পথ চলা শুরু করেছেন। গ্রামাঞ্চলে বহু সম্ভাবনাময় লেখক,কবি, সাহিত্যিক আছেন যারা আজ অবহেলিত। সুযোগের অভাবে গুটিয়ে রেখেছেন নিজেদের। ওইসব সাহিত্যিকদের চিন্তার ফসল আমরা বই আকারে পৌছে দিতে চাই সব খানে এমনি আশ্বাস দিলেন এর প্রকাশক শাহাদাত হোসাইন। তিনি আরো জানান, এ প্রকাশনী থেকে নবীণ-প্রবীণের লেখা প্রকাশ করা হবে নিয়মিত। ভবিষ্যতে রাজধানীর ২১ শে বই মেলায় নিজের প্রকাশনা থেকে বের হওয়া বই নিয়ে স্টল রাখার চিন্তা আছে বলে জানান তিনি।
উল্লেখ্য, অবিরাম প্রকাশনী থেকে শীগ্রই নবীনগরের ইতিবৃত্ত শিরোনামে একটি বই বাজারে আসছে বলে প্রকাশনী সুত্র জানায়।