ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৮ জুন ২০১৯ | পড়া হয়েছে 547 বার
নবীনগরে অসুস্থ স্ত্রীকে দেখতে এসে এক সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষক মাওলানা কবির হোসাইনের। আজ মঙ্গলবার (১৮/৬) সকালে বাহ্মণবাড়িয়ার গোকর্ণ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি বাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে। মাওলানা কবির হোসাইনের মৃত্যুর খবরে গোটা গ্রামে শোকের মাতম বইছে।
নিহতের পারিবারিক সুত্র জানায়, মাওলানা কবির হোসাইন একই জেলার বিজয়নগর উপজেলার লক্ষিমোড়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি আজ সকালে স্ত্রীর অসুস্থতার খবর শুনে গ্রামের বাড়ি কুড়িঘরে ফিরছিলেন। ফেরার পথে পৈরতলা-গোকর্ণ সড়কে তার বহনকারী সিএনজির সাথে বিপরীত থেকে আসা একটি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ বাধলে এতে সিএনজির সামনে বসা মাওলানা কবির হোসাইন গুরুতর আহত হন। সাথে সাথে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিতসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্ত্রী ছয় সন্তানের জননী ইয়াসমিন আক্তার ঈদের আগের দিন জেলার মিশন হাসপাতালে একটি কন্য সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের একদিন পর বাচ্চাটি মারা যায়। এরপর থেকেই ইয়াসমিন অসুস্থ হয়ে পড়েন। স্ত্রীকে দেখতে মাওলানা কবির হোসাইন বাড়িতে ফিরছিলেন। এদিকে স্বামিকে হারিয়ে সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েছে ইয়াসমিন আক্তার।