ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ৩০ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 1137 বার
উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩০/৮) আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) ওয়ালিউল হাসান, থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, জহির উদ্দিন চৌধুরী শাহান সহ আইন শৃংখলা কমিটির নেতৃবৃন্দ।
সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির এ সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাদক বিক্রি ও সেবন রোধে সজাগ দৃষ্ঠি, চুরি, গরুচুরি ও নাশকতা প্রতিরোধে পুলিশের নৈশকালীন ও দীবাকালীন টহল বৃদ্ধি এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী ও গরুচোরদের গ্রেফতারে আরো অধিক তৎপরতা চালানোর সিদ্ধান্ত গৃহিত হয়। বাল্য বিবাহ প্রতিরোধে ইউপি চেয়ারম্যানগণকে অধিক তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ইতোপূর্বে গঠিত ঈদগা ভিত্তিক ভলান্টিয়ার টীমকে পুনরায় সচল করার ও তাদেরকে নিয়ে সভা করার জন্য ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়।