ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 611 বার
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলায় পৌর আওয়ামীলীগের ১ নেতা সহ ৪ যুবলীগ নেতাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
মোবাইল ফোনে পাঠানো বার্তায় প্রাণনাশের হুমকির ঘটনায় নবীনগরে অস্থিরতা অস্থিরতা বিরাজ করছে। এ ঘটনায় উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন বাদী হয়ে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
আজ শুক্রবার (৪/১২) করা জিডিতে লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি সহ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি বশির আহমেদ সরকার পলাশ, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, উপজেলা যুবলীগের
সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান ও উপজেলা যুবলীগের সহ-সম্পাদক কাজী শরিফকে ০১৩০৪০৮৩২৩৭ নম্বর থেকে পাঠানো বার্তায়
উল্লেখ করা হয়,
মুঠোফোনে পাঠানো বার্তার স্ক্রিনশট
একই দিনে একই দলের বিভিন্ন জনের মুঠোফোনে পাঠানো বার্তায়, প্রাণনাশের হুমকি দেয়ায় আতংক বিরাজ করছে উপজেলার নেতাকর্মীদের মাঝে।
একই সাথে উপজেলার যুবলীগের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন ডায়েরিতে নিরাপত্তার বিষয়টি তুলে ধরে আইনি সহায়তা চান।