ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৮ জুন ২০১৬ | পড়া হয়েছে 1194 বার
নবীনগর পৌরসদরে বেড়িবাধেঁর পশ্চিম পাশের ভূমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। নবীনগর মৌজার এস এ ৭৭ নং খতিয়ানে সাবেক ২৪৬২,২৪৬১ হালে ৫৭৯১, ৫৭৯২, ৫৮০৩, ৫৮১৮, দাগের ২৮ শতাংশ ভুমির মধ্যে আদালতের স্থিতাবস্থায় থাকা সাড়ে ৮ শতক ভূমি জবরদখল করে দোকান ঘর নির্মান করছে আবদুস সালাম গংরা। জানা যায়, উপজেলার বগডহর গ্রামের ফেরদৌস আহম্মেদ এর সাথে একই গ্রামের আবদুস সালাম মিয়ার উক্ত ভূমি নিয়ে বিরোধ থাকায় মামলা মোকদ্দমা হলে বিজ্ঞ আদালত গত ২০১২ সালের ৮ আগষ্ট উক্ত দাগের সাড়ে ৮ ও সাড়ে ৪ মোট ১৩ শতক জায়গায় নিষেধাজ্ঞা জারি করেন।
স্থিতাদেশকৃত জায়গার ক্রয়সূত্রে মালিক ফেরদৌস আহম্মেদ অভিযোগ করেন, বিচারাধীন থাকাবস্থায় আবদুস ছালাম, মোকসুদ মিয়া, বিল্লাল মিয়া তার সম্পত্তি গ্রাসের চেষ্ঠায় বিগত বছরগুলোতে বেশ কয়েকবার দখল প্রক্রিয়া চালায়। বার বার আইনী সহায়তায় বাধাঁ প্রধান সত্বেও ৪র্থবারের মত উক্ত ভুমি দখল করে দোকান ঘর নির্মান করছে। এতে ফেরদৌস মিয়া পথে বসার উপক্রম হয়েছে। তিনি নিষেধাজ্ঞাকৃত ভুমিতে নির্মিত দোকান উচ্ছেদের মধ্য দিয়ে আদালতের আদেশ বহাল রাখতে প্রশাসনের কর্তৃপক্ষের আশুপদক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা যখন খবর পেয়েছি,তখনই বাধাঁ দেয়া হয়েছে।