ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০২ মে ২০১৭ | পড়া হয়েছে 1976 বার
নবীনগর পৌর এলাকার কলেজ পাড়ার পুকুরে ডুবে ইসরাফিল নামে এক শিশুর মৃত্যুর ২৪ ঘন্টা পার না হতেই পৌর এলাকার অালীয়াবাদ গ্রামে আরেক শিশুর করুন মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত এক দিনের ব্যবধানে পুকুরে ডুবে দুই শিশুর অপমৃত্যুর ঘটনা ঘটল।
জানা যায়, ওই এলাকার ইউনুস মিয়ার ১৮ মাস বয়সী ছেলে ইয়ামিন অাজ মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের পুকুরে ডুবে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটির লাশ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।