ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০১ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 3166 বার
নবীনগর সদরের এক ব্যবসায়ীকে মেজর জিয়া পরিচয়ে মোবাইল ফোনে হুমকি প্রদান করে এক লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ব্যবসায়ী এ অভিযোগ করেন।
পৌর শহরের ওই ব্যবসায়ী হলেন, গ্রামীনফোনের ডিস্ট্রিবিওটর এম/এস শাকিল ট্রেডার্সের স্বত্বাধিকারী শাকিল রেজা। তিনি জানান, মঙ্গলবার (৩১/১০) দুপুরে মোবাইল ফোনে মেজর জিয়া পরিচয়ে জনৈক ব্যক্তি হুমকি প্রদান করে ১ লাখ টাকা চাঁদা দাবী করেন।
ওই ব্যবসায়ী আরো জানান, গতকাল থেকে ব্যবসায়ীক কাজে তিনি ঢাকাতে অবস্থান করছেন। ওখানেই তার মুঠোফোনে এই +৮৮০১৭২৫৯৪৬৪** নাম্বার থেকে ফোন দিয়ে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে মেজর জিয়া পরিচয় দিয়ে বলেন, তার অনেক টাকা প্রয়োজন। এ জন্য তিনি শাকিল রেজার নিকট এক লাখ টাকা চাদা দাবী করেন। টাকা না দিলে তাকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগে উল্ল্যেখ করেন।
শাকিল রেজা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন।
উল্ল্যেখ্য, এর আগেও নবীনগর পৌর শহরের একাদিক ব্যক্তিকে মেজর জিয়া পরিচয় দিয়ে ফোনে হুমকি ও চাদা দাবী করা হয়।