এনামুল হক চৌধুরী | শুক্রবার, ০৭ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 1725 বার
নবীনগর উপজেলা গণপাঠাগার এর পরিচালনা পরিষদ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (০৬/১০) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় পদাধিকারবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম সভাপতি ও মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা মোকারম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়।
উল্ল্যেখ্য, নবীনগর পাবলিক লাইব্রেরী হিসেবে পরিচিত এ পাঠাগারটি দীর্ঘ ১০ বছর বন্ধ থাকার পর পুনরায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে এটিকে স্বচল করা হয়।
বর্তমানে পাঠাগারের ভবণ সংস্কার, বই রাখার শেলফ তৈরি সহ লাইব্রেরীর ভেতর, বাহির দৃষ্টিনন্দন করার কারনে পড়ার সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। গণপাঠাগারে দেশী বিদেশী লেখকের মুল্যবান বহু বই আনা হয়েছে।
সুত্র জানায়, এখন থেকে এখানে একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকা রাখা হবে।