ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1711 বার
উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল জিনদপুর ইউনিয়নের হুরুয়া গ্রামের জাকির মিয়ার তের বছরের নাবালিকা মেয়ে।
সুত্র জানায়, একই উপজেলার সাতমোড়া ইউনিয়নের সাতমোড়া গ্রামের জনৈক প্রবাসীর সাথে জাকির মিয়ার মেয়ের সাথে আজ বৃহস্পতিবার (২৯/৯) বিয়ের দিনক্ষন দিন ধার্য্য করা ছিল । ওই কারনে আনুষ্ঠানিক ভাবে বিয়ের প্রস্তুতিও ছিল সম্পন্ন ।
হুরুয়া গ্রামে বাল্য বিয়ের বিয়ে হচ্ছে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম আজ দুপুরে বিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধের নির্দেশ প্রদান করেন। পুলিশের উপস্তিতি টের পেয়ে, বর ও কনে পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর, কনে পালিয়ে যায়। পরে পুলিশ উভয় পক্ষের পরিবারের লোকজনের সাথে কথা বলে বিয়ে বন্ধ করে দেন। এ ছাড়া ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে না দেয়ার জন্য পরিবারের কাছ থেকে অঙ্গীকারনামা নেয়া হয়।