ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৯ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 2253 বার
নবীনগর সদর ও পৌর এলাকার বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম ও নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ পিপিএম ও ইন্সপেক্টর (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ।
আনন্দ উদ্দীপনার সাথে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজার মহাসপ্তমীর দিনে শনিবার(৮/১০) সন্ধ্যায় প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তাব্যক্তিরা পরিদর্শনকালীন সময়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজার্থীদের সাথে মত বিনিময় করেন।
এ সময় পৌর শহরের কালীবাড়ি মন্দির, হরিসভা মন্দির, নারায়নপুর গ্রামের ডাঃ নরেন্দ্র পালের বাড়ি সহ একাদিক পুজা মন্ডপ পরিদর্শন করেন।
ওসি জানান, গুটা উপজেলায় এবার ৯৭ টি পূজা মণ্ডপে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।