দেলোয়ার হোসেন | শুক্রবার, ০৫ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 2556 বার
অব্যাহত ভাঙ্গনের কবলে নবীনগর পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের নদী তীরবর্তী মানুষজনের ভিটে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অনেকেই রাক্ষসী মেঘনার ছোবলে সর্বস্বান্ত হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন পাড় করছে। অবহেলীত নদী পাড়ের মানুষগুলোর বাসস্থান রক্ষায় ভাঙ্গন রোধে তেমন কোন গুরুত্বপুর্ন পদক্ষেপ নেইনি সংশ্লীষ্ঠ ব্যক্তিবর্গ।এ নিয়ে একাদিক সংবাদ প্রকাশিত হয়েছে ‘নবীনগর টুয়েন্টি ফোর ডটকম’ সাইটে।
বুধবার নদী ভাংগন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম। মেঘনার ভাঙ্গন কবলীত চরলাপাং গ্রামের ধ্বসে যাওয়া বাড়িঘর, দোকান পাট ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্থদের সাথে তিনি কথা বলেন। । এসময় স্থানীয় ইউপি চেয়াম্যান ফিরোজ মিয়া, ইউপি সদস্য সহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্থদের দ্রুত তালিকা করতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেন। নদী ভাঙ্গন ও ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি মেরামত ও খাদ্য সহায়তার জন্য জেলা প্রশাসক মহোদয়ের সাথে তিনি যোগাযোগ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, ক্ষতিগ্রস্থদের পূণর্বাসন ও খাদ্য সহায়তা প্রদান করা হবে।