| শুক্রবার, ২৩ মার্চ ২০১৮ | পড়া হয়েছে 941 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলর নাটঘর গ্রামে ইভটিজিং করার সময় মো: ফরহাদ মিয়া (২১) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে একই উপজেলার কাজলিয়া গ্রামের মৃত আবুল খায়ের মিয়ার ছেলে।
জানা যায়, বখাটে ফরহাদ তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে উপজেলার নাটঘর গ্রামে তাজুল মিয়ার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। প্রতিদিনের মতো আজ শুক্রবার সকাল ১০টায় ইভটিজিং করার সময় বখাটে ফরহাদকে পুলিশ হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,ওই দিন দুপুরে বখাটে ফরহাদকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।