দিপু আহমেদ | সোমবার, ২৫ জুলাই ২০১৬ | পড়া হয়েছে 6571 বার
নবীনগরে ইয়াবা সহ এক ইউপি সদস্য আটক হয়েছে। সোমবার (২৫/৭) রাত আনুমানিক ৯ টার দিকে নবীনগর থানা পুলিশ তাকে আটক করে। আটক কৃত ওই ইউপি সদস্য হলেন বাড়িখলা গ্রামের গিয়াস উদ্দিন। তিনি লাউর ফতেহপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান সদস্য।
থানা সুত্র জানায়, পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে ওই ইউনিয়নের টানচারা গ্রামের মাদক ব্যবসায়ী আপেল মাহমুদের বাড়িতে অভিযান চালানো হয়। থানার দায়ীত্বরত এস আই সুখেন্দ বাবুর নেতৃত্বে সংগীয় ফোর্সের সহযোগীতায় এ অভিযানে গিয়াস উদ্দিন আটক হয়। পুলিশ তার দেহ তল্লাশি চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় তার সাথে থাকা অপর দুই ব্যক্তি পালিয়ে যায়। অভিযান চলাকালীন সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহম্মেদ সরকার সহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহম্মেদ পিপিএম নবীনগর টুয়েন্টি ফোর ডট কমকে জানান, আটক হওয়া ওই ইউপি সদস্যকে আগামীকাল সকালে মাদকের মামলায় কোর্টে পাঠানো হবে।