ডেস্ক রিপোর্ট | শনিবার, ১৭ আগস্ট ২০১৯ | পড়া হয়েছে 363 বার
নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী ফখরুল ইসলাম মেম্বারের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রতনপুর গ্রামবাসী। আজ শনিবার(১৭/৮) সকালে রতনপুর আব্দুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনে সহস্রাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা ফখরুল ইসলামকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে উল্যেখ করে বলেন, আমরা এ মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা করছি। সাধারণ মানুষের আস্থাভাজন নেতা ফখরুল , সে কখনো মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকতে পারে না।
বক্তারা আরো বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে ফখরুল মেম্বার নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় প্রতিপক্ষ সমর্থকদের সাথে তার বিরোধ ছিল । যেকারনে তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মিথ্যা ও সাজানো মামলা হতে তাকে দ্রুত মুক্তির দাবী করেন তারা।
বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ইটালি প্রবাসী জাহিদ হাসান মিহির, ইউনিয়ন আওয়ামী লীগের সিঃ সহ-সভাপতি মাজেদুল ইসলাম কাইয়ুম, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক কাজী শরিফ, উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রৌশন মিল্কি, ইউপির সদস্য তাছলিমা আক্তার ময়না,কাজী লিমন, হ্যাপি আক্তার প্রমূখ।
এসময় ছাত্রলীগের সভাপতি সৈয়দ আয়ূব সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্যেখ্য, গত ৯ আগস্ট কাজী ফখরুল ইসলাম মেম্বার কে সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পের পুলিশ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।