| বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯ | পড়া হয়েছে 544 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই)ইহসানুল হাসানের নেতৃত্বে,এএসআই মো.ইউসুফ সহ সংগীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার(২৪/০৯) ইয়াবা বড়ি সহ ১ মাদক বিক্রেতা কে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ঐ মাদক বিক্রেতা পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের আকানগর(মধ্যপাড়া) গ্রামের অবিদ মিয়ার ছেলে,আমান উল্লাহ ওরফে আমান(২০)।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইহসানুল হাসান জানান,সলিমগঞ্জ ইউপি এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবা বড়ি সহ আমান উল্লাহ কে গ্রেফতার করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি)রনোজিত রায় সাংবাদিকদের জানান,আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বুধবার(২৫/০৯)বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।