| শনিবার, ১২ অক্টোবর ২০১৯ | পড়া হয়েছে 448 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এতিমখানা শাহসূফী সৈয়দ আজমত উল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
শনিবার (১২/১০) সকালে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অত্র মাদ্রাসা নির্বাচিত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ, মাদ্রাসা কমিটি ও এলাকাবাসীর আয়োজনে বিশাল শোকরানা মাহফিল ও সমাবেশের আগে এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি।
বিশাল শোকরানা মাহফিলে আলোচনা সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও আজিমপুর ছোট দায়রা শরিফের ৭ম গদ্দীনশীল পীর ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ সভাপতিত্বে অত্র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আনোয়ার হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ হালিম,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, ইউএনও মোহাম্মদ মাসুম,ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ইতি বেগম,অধ্যক্ষ মুফতি এনামুল হক কুতুবী,সাবেক ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন সরকার,ইব্রাহিম পুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন টেনু,সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার,জিয়াউল হক মুকুল,চেয়ারম্যান আবু মুসা, সাবেক চেয়ারম্যান নোমান চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন প্রমুখ।
এইদিনে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ছাড়াও তিনি মাদ্রাসা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক অত্র প্রতিষ্ঠানের নতুন চারতলা একাডেমিক ভবন,দায়েমী ফাউন্ডেশন কর্তৃক ফাজিল বিভাগের ১ তলা একাডেমিক ভবন ও ১ তলা ছাত্রাবাস এবং আইসিটি ট্রেনিং সেন্টারের শুভ উদ্ভোধন করেন।
এইসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,গুনগত শিক্ষার মান ধরে রাখতে আপনারা দায়েমীয়া ফাউন্ডেশন,শিক্ষক,অভিভাবক ও এলাকাবাসী যেই সাহসিকতার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়।
আমি অত্র প্রতিষ্ঠানের অভূতপূর্ব সাফল্য ধরে রেখে শুধু বিভাগীয় পর্যায়ে নয় জাতীয় পর্যায়ে এই সাফল্য নিয়ে যেতে কাজ করতে চাই।
তিনি আরো বলেন,মান সম্পন্ন শিক্ষা ছাড়া কখনো একটি জাতির পরিবর্তন সম্ভব নয় তাই এই ধারা আমাদেরকে ধরে রাখতে হবে।
এই বিষয়ে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা দরকার। তাহলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো।