| রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 1863 বার
নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, সুপ্রিম কোর্টের সাবেক সহকারি এটর্নি জেনারেল, বিশিষ্ট আইনজীবি জাকারিয়া সরকার তছলিম বলেছেন, ‘ সাংবাদিকতার নামে নবীনগরে এখন চলছে প্রশাসনের পক্ষে লেজুরবৃত্তির অপ সাংবাদিকতা। কতিপয় সাংবাদিক নামধারী অসাংবাদিক সাংবাদিকতার মহান এই পেশাকে নানা অপকর্ম দিয়ে কলুষিত করছে। সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে প্রশাসনের সঙ্গে সার্বক্ষিনক চামচামি করে ওইসব নামধারী অসাংবাদিকরা নানা ধরণের অপকর্ম করে অল্প কয়েকদিনের মধ্যেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। তাই এসব হলুদ সাংবাদিকদের সামাজিকভাবেও আমাদের সকলের বর্জন করতে হবে। পাশাপাশি প্রকৃত সাংবাদিকদেরকে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে নবীনগরের সার্বিক উন্নয়নে লেখনীর মাধ্যমে বড় ধরণের ভূমিকা পালন করতে হবে। আর প্রকৃত সাংবাদিকেরা ঐক্যবদ্ধ হলেই ভুয়া ও নামধারী সাংবাদিকেরা অচিরেই ধুলিস্যাৎ হয়ে যাবে।
তিনি শনিবার বিকেলে নবীনগর মহিলা কলেজ মিলনায়তনে নবীনগর প্রেসক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে ক্লাবের প্রাক্তন ও বর্তমান সকল সদস্যদের পরিবারদের নিয়ে অনুষ্ঠিত মিলনমেলা ২০১৬ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
নবীনগর প্রেসক্লাবের সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠনের উদ্বোধক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট রাজনীতিবিদ কাজী মামুনুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জি সফিকুল ইসলাম, নবীনগর পৌরসভার মেয়র মোহাম্মদ মাইনুদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আজিজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,ম রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় বুর্যো চিফ পীযূষ কান্তি আচার্য, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন আরেক সদস্য নিয়াজুল হক কাজল প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন (যৌথভাবে) ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সহ সভাপতি জালাল উদ্দিন মনির ও সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল ।
উল্লেখ্য, শনিবার দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাঁকজমকভাবে প্রেসক্লাব পরিবারের দীর্ঘ প্রত্যাশিত এ ‘মিলনমেলা’ অনুষ্ঠিত হয়।
লেখা -গৌরাঙ্গ দেবনাথ অপু ,সাংবাদিক ও সংস্কৃতকর্মী
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |