ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০১৮ | পড়া হয়েছে 1377 বার
নবীনগর পৌর শহরে এখন ২৪ ঘন্টা ঔষধের দোকান খোলা থাকছে। জরুরী প্রয়োজনে সাধারন মানুষের সেবা প্রদানের লক্ষে নবীনগর বাজার ঔষধ ব্যবসায়ী সমিতি এ সিদ্ধান্ত নেয়।
আজ ১লা জানুয়ারি থেকে ঔষধের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকে দিন রাতের যে কোন সময় ওষুধ কিনতে বেগ পেতে হবেনা রোগীর স্বজনদের।
ঔষধ ব্যবসায়ী সমিতির ব্যতিক্রমী এ সিদ্ধান্ত বাহবা কুড়িয়েছে বিভিন্ন মহলে।
ঔষধ ব্যবসায়ী সমিতি সুত্র জানায়, গত মাসে এ সিদ্ধান্ত নেয়া হলেও নতুন বছরের প্রথম দিন থেকে কোন কোন দোকান খোলা থাকছে তার একটি তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় পৌর শহরের সাতটি ঔষধ ফার্মেসীর নাম দেয়া হয়। পৃথক পৃথক সময় সুচিতে ওইসব ফার্মেসী এখন থেকে দিন রাত খোলা থাকবে বলে জানিয়েছে ঔষধ ব্যবসায়ী সমিতি ।
ফার্মেসীর নাম ও সময়সূচী নিম্নরূপ দেয়া হল-
# সরকারী হাসপাতাল গেইটের সুমন ড্রাগ হাউজ এখন থেকে ২৪ ঘন্টায় খোলা থাকবে ১/১/১৮ হইতে ১০/০১/১৮ তারিখ পর্যন্ত।
#১১/০১/১৮ হইতে ১৫/০১/১৮ তারিখ পর্যন্ত মহিলা কলেজ মার্কেটের আদর্শ ফার্মেসি খোলা থাকবে।
#১৬/০১/১৮হইতে ২০/০১/১৮ তারিখ পর্যন্ত হাসপাতাল গেইটের খন্দকার মার্কেটের স্বর্নালী মেডিকেল হল খোলা থাকবে।
#২১/০১/১৮ হইতে ২৩/০১/১৮ তারিখ পর্যন্ত নিরিবিলি মার্কেটের সুচনা ফার্মেসী খোলা থাকবে।
#২৪/০১/১৮ হইতে ২৬/০১/১৮ তারিখ পর্যন্ত নিরিবিলি মার্কেটের নিউ জনতা ফার্মেসী খোলা থাকবে।
#২৭/০১/১৮ হইতে ২৯/০১/১৮ তারিখ পর্যন্ত মহিলা কলেজ মার্কেটের সিয়াম মেডিকেল হল খোলা থাকবে।
#৩০/০১/১৮ থেকে ৩১/০১/১৮ তারিখ পর্যন্ত মহিলা কলেজ মার্কেটের সততা ফার্মেসী খোলা রাখা হবে।
ঔষধ ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী এসব ফার্মেসীগুলো উপরিউক্ত তারিখ অনুযায়ী রাত দশটা থেকে সকাল দশটা পর্যন্ত বিরামহীন ভাবে খোলা রাখা হবে।