ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ | পড়া হয়েছে 3261 বার
নবীনগরে এসিল্যান্ডের হস্তক্ষেপে পন্ড হয়ে গেছে বাল্যবিয়ে। এ সময় বাল্য বিয়ের দায়ে কনের পিতা মাতাকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মৌসুমী বাইন হীরা
জানা গেছে, আজ সোমবার বড়িকান্দি ইউনিয়নের কুলাসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তারের বিয়ে হওয়ার কথা ছিল পাশ্ববর্তী নরসিংদী জেলার বেলানগর গ্রামে। বিষয়টি অবগত হওয়ার পর সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা আজ সকালে ঘটনাস্থলে গিয়ে সানজিদা আক্তারের বাল্যবিবাহ বন্ধের নির্দেশ ও অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ের আয়োজন করায় তার পিতা মাতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা করেন।
সানজিদা আক্তার কুলাশিং গ্রামের ফিরুজ মিয়ার মেয়ে।