ডেস্ক রিপোর্ট | বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 133 বার
করোনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আজ বুধবার বেলা এগারোটায় স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে।
উক্ত আয়োজনে জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি শফিকুল আলম এমএসসি উপস্থিত থেকে নবীনগর পৌরসভা সহ বিভিন্ন স্থানের আনুমানিক ২০০ অসহায় ব্যক্তির মাঝে ত্রান-সাহায্য বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, স্থানীয় আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন আহমেদ, সমাজ সেবক আবদুর রহিম সাগর মাস্টার, নবীনগর পুর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌসুমি বারী সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
আয়োজক সুত্র জানায়, ত্রান সামগ্রীর মধ্যে
চাল,ডাল,তেল,লবন,চিনি, সুজি সহ ৬ আইটেমের খাবার সামগ্রী ২০০ শত ব্যক্তির মাঝে বিতরণ করা হয়।