ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | পড়া হয়েছে 971 বার
কেক খাওয়ানোর লোভ দেখিয়ে ছাদে ডেকে নিয়ে সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে প্রেরণ করেছে। এ ঘটনায় নবীনগর থানায় ধর্ষণের একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলা সদরের কলেজ পাড়ার ওই শিশুটিকে প্রতিবেশী ভাড়াটিয়া,সরাইলের চুন্টা গ্রামের গফুর মিয়ার ছেলে অটো চালক সোহেল মিয়া (১৮) সোমবার সন্ধ্যায় কেক খাওয়ানোর কথা বলে পাশের একটি ছাদে নিয়ে যায়। সেখানে সোহেল শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন আজ দুপুরে বলেন,” মামলা হয়েছে। ধর্ষককে গ্রেপ্তার করে কোর্টে ও শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”